চুমু খাওয়া কোন এক যৌব রাত্রিতে
আমি চুপিচুপি এসেছিলাম তোমার কাছে।
তুমি ছিলে একা… সঙ্গোপনে পেয়ে
বলেছিলাম ভালোবাসার কথা।
বলেছিলাম কি ফুল ভালোবাসো
উত্তর পাইনি কোন, ফাগুনের আগুন ছিল তখন
পলাশ শিমুলের বুকে
এ ফুলের মালা দেওয়ার সাহস আমার হয়নি, আগুনের বন্যা ছিল তোমার চোখের ভেতর
তাই নিরবধি পুষে রাখা আমার মনের আগুন নিভে গেছে,
হেরে গেছি আমি মনের মধ্যে বাঁচিয়ে রাখতে তোমার প্রতিম।