প্রতিবাদহীন সমাজ গড়ে উঠেছে নাগরিক সভায়;
নাগরিক সভায় সভ্যতারা মৃত্যুবরণ করে—-
প্রতিবাদ শব্দটা আগে অন্ন জোগাতে সাহায্য করতো;
এখন প্রতিবাদ শব্দের গায়ে আঁকা কর্মহীন হয়ে পড়া ছবি।
প্রতিবাদী কন্ঠও আজ সন্ত্রাসের আখ্যায় আখ্যায়িত করা হয়
প্রতিবাদের সাথে হেঁটে চলে প্রাণ সংশয়ের সম্ভাবনা;
স্বতন্ত্র প্রতিবাদ আর স্বতন্ত্র আন্দোলন যেন অসামাজিক সংস্কার,
আন্দোলনের প্রতিপালন করে না খেয়ে থাকা মানুষের দল;
প্রতিবাদ সভায় আন্দোলনকারী মানুষদের নাগরিক–
পরিষেবা টুকুও কেড়ে নেওয়া হয়।
প্রাণ বাঁচাতে চায় নিরীহ মানুষ;
মরে যায় মানুষের সাধারণ বাকস্বাধীনতা টুকুও….!
আত্মহত্যা করে প্রতিবাদ ও আন্দোলন নামক শব্দেরা।