সর্বস্ব দানের বিনিময়ে এই সমাজে যদি করো আশা,
প্রতিদানে তুমি ফিরে পাবে সীমাহীন নিরাশা l
এক নারীর!সমাজ-সংসারের প্রতি অকৃত্রিম দান,
সেই নারীই পায় ধর্ষিতা, কলঙ্কিনীর আখ্যান l
এক পিতার আঁখি অশ্রু ঘাম হয়ে সারাজীবন পড়ে ঝরে,
সেই পিতারই ঠাঁই হয় না তিল তিল করে সাজানো সাধের ঘরে l
এক মা মৃত্যুসম যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ করে সন্তান,
শেষ জীবনে অবহেলা, কটুবাক্যই হলো সন্তান দ্বারা প্রতিদান l
ডাক্তার নিজ জীবনের ঝুঁকি নিয়ে লড়ছে অদৃশ্য শক্তির সাথে,
এই ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে সামান্য ভুলে মার খায় মানুষের হাতে l
ঝাড়ুদার, জমাদার করে আমাদের পরিবেশ পরিষ্কার করার কাজ,
এরাই নাকি অচ্ছুৎ,উচ্চবর্ণের মানুষ সমাজে করে রাজ l
দেশ রক্ষার্থে সৈনিক সকল প্রাণ করে বলিদান,
সমাজ তাঁদের ভুলে নিয়ে নিজেতে মত্ত,এই দেয় প্রতিদান l
তাই কর্ম করে যাও, করো না ফলের আশা,
দানের বিনিময়ে প্রতিদান হিসাবে মেলে একরাশ হতাশা ll