মনের ভিতরে টাঙানো ছবিগুলোই নিঃশব্দ প্রতিজ্ঞা আমার।
নিজস্ব দহনকে বাহন করে ছুঁতে যাওয়া
বর্ণে গন্ধে ছন্দে আনন্দে দুঃখ সুখের সীমারেখা পার করে
সব চাওয়া পাওয়া আনন্দ বিষাদ নতুন করে শিল্প গড়ে
তবু আমাকে ঘিরে থাকে শুধু রূপকথার দীর্ঘশ্বাস।
স্বপ্নরা সব নীরবে পাখা মেলে দিতে চায় অসীম নিলীমায়
আর স্নায়ুরস যেন মিশে যায় রক্তের কণায় কণায়
শব্দে বর্ণে ছন্দে গন্ধে কথায় কথায় তখন মনে হয় শুধু
ঘুম-জাগরণের মাঝামাঝি শব্দময় হয়ে আছি নিঃশব্দে।
মনের ভিতরে টাঙানো ছবিগুলোই নিঃশব্দ প্রতিজ্ঞা আমার।