পিঠের চামড়ার
ডুগডুগি চৌরাস্তায় বাজালাম।
হাতে-পায়ে বেড়ি, পিষ্ঠে কষাঘাত
রক্তের শ্বেদ গ্রীষ্মের বাতাসে ছড়িয়ে দিলাম।
নেশাতুর শৃগাল,
নেড়ি কুকুরের আর্তনাদ।
হায় জুলিয়াস সিরাজ,
চোখে তোমার ঘৃণা, অপবাদ,
বললে-
“শেষে তুমি, তুমিও ব্রুটাস!”
পিঠের চামড়ার
ডুগডুগি চৌরাস্তায় বাজালাম।
হাতে-পায়ে বেড়ি, পিষ্ঠে কষাঘাত
রক্তের শ্বেদ গ্রীষ্মের বাতাসে ছড়িয়ে দিলাম।
নেশাতুর শৃগাল,
নেড়ি কুকুরের আর্তনাদ।
হায় জুলিয়াস সিরাজ,
চোখে তোমার ঘৃণা, অপবাদ,
বললে-
“শেষে তুমি, তুমিও ব্রুটাস!”