প্রণাম তোমায় সুনীল কবি
চির ভাস্বর থেকো,
অনন্ত নভে বিলীন হলেও
অস্তিত্ব লেখাতে রেখো।
তোমার কীর্তি তোমার কবিতা
ছড়িয়ে ছিটিয়ে আছে,
যতন করে ধরে রাখবো
পরবর্তী কবিরা পাছে।
তোমার মহিমা তুমি নিজেই
কবিরা স্মরণে লেখে,
খোঁজ খবর নিয়েছো কত
বিনম্র ভাব শেখে।
প্রত্যুষার অনুষ্ঠানেই আলাপ হলো
প্রশংসায় পঞ্চমুখ হলে,
অণুপ্রানিত করলে তুমি আমায়
অকালে গেলে চলে।
ভালো থেকো চাঁদের দেশে
প্রদীপ খানি জ্বেলে,
কচি কাঁচারা লিখবে কাব্য
তোমার কথা মেলে।