সবুজিয়া ঘেরা দেশটি মোদের
ছিলো বৃক্ষেতে ভরা,
প্রখর তাপেতে খাল বিল শুখা
চারদিক জুড়ে খরা।
চৌচির ফেটে মাঠ ঘাট জমি
ফসল মরছে তাপে,
চাষির চোখেতে হতাশ বেদনা
নিদাঘ খরার শাপে।
প্রকৃতি নষ্ট করছে মানুষ
বৃক্ষ ছেদন করে,
গোদের উপর বিষ ফোঁড়া ওই
রোদের তাপটা পড়ে।
রুখা মরু সম থাকলে এমন
ফসল হবেনা মাঠে,
নদী পুকুরেতে মাছের বৃদ্ধি
যাবে সকলই পাটে।
প্রকৃতি বাঁচাতে এসো এক সাথে
বৃক্ষ রোপন করি,
বাঁচবে ধরনী, জীবন তরনী
শান্তি সুখেতে ভরি।