পৌষালী শীত আমেজে গীত
গাইছে গাঁয়ে ঘরে,
গাছের পরে ঘাসের পরে
শিশির ফোঁটা ঝরে।
মায়ের সাথে সাঁঝি হাতে
কুড়োয় খুকু ফুলে,
টাপুর টুপুর পায়ে নুপূর
হাঁটছে দুলে দুলে।
শীতের বেলা পিঠের মেলা
গাঁয়ের ঘরে ঘরে,
দারুণ মিঠে লাগে পিঠে
মায়ে দিলে গড়ে।
শীত কুয়াশা সব ধোয়াশা
কাঁথা গায়ে চাপে,
বুড়ো বুড়ি ছোড়া ছুড়ি
শীতের ভয়ে কাঁপে।
হিম পরশে মন হরষে
খেজুর রসে খেতে,
সবাই মিলে খুশির ঝিলে
ওঠে মজায় মেতে।