যা…চ্ছে…তা…ই পোকারা ধমক-সুনামিতেও
করে খাই…খাই…খাই…|
উসখুস! উসখুস! উসখুস!
চুলকানির বিশ্বরূপটি চুপটি বসে
মনের আদাড়ে-বাদাড়ে!
বয়েস-ধর্ম অথবা মানস-ধর্ম !
ধর্ম-সংকটে একখানি কুরুক্ষেত্রে
রতিপতি রাখে পা আকালের দেশে|
তন্নতন্ন ঈভ! ঈভ! কোথা ঈভ?
উদ্বেল মজনুর এখন শাণিত জিব !
সন্ত্রাস-হাওয়া তখুনি শনশন পোকাদের ঘরে!
অজস্র বকুনিতেও ওদের অবাধ নড়নচড়ন
অবাধ আকর্ষণ!
সুস্থতার উল্লাসেও ছানাবড়া চোখে নামে
অপ্রেমের ভরা বর্ষণ!