ফ্যাশন তৈরীর কারখানাতে লোক বাড়ছে অনবরত
মশার মতই বাড়ছে এখন মন্দির এবং ভিক্ষাকারী
ডাষ্টবিনে ঠিক হাত বাড়ালেই মিলবে কত নবজাতক
বিশ্বের অলীক সীমায় সাফাই হচ্ছে জল জঙ্গল
বিজ্ঞানীরা জয়ধ্বজা ওড়ায় ছুটছে তাঁরা গ্রহান্তরে
করোনার ভয়ে জুবুথুবু করোনা মারছে নিরীহ মানুষ লাখে লাখে
করোনার ভয়ে কোনো ধর্মালয়ে কেউ নেই
মিথ্যের জারিজুরি
স্কুল কলেজে জ্বলছে আগুন
পড়াশুনা অনলাইনে
দগ্ধ স্কুলে ঘন্টা বাজে পড়ানো হচ্ছে জীবনতত্ত্ব
বিসর্জনের বাজনা বাজে উর্বি এখন ভাসানে
ভুল সুরে বিসর্জনের বাজনা বাজে ভুল বাজনা