যে আগুন দেখা যায় না সে আগুনও জ্বলছে
যে মানুষকে বোঝা যায় না সে মানুষও কিছু বলছে;
যেদিন সূর্যকে দেখা যায় না সেদিনও সূর্য উঠছে
সমুদ্রের জলে সবকিছু তলিয়ে যেতে যেতে কিছু দেহ ভেসে উঠছে;
অন্ধকারময় জীবনে যখন হতাশা গ্রাস করে
এই অন্ধকারের হতাশাকে ঠেলে কেউ কেউ জেগে উঠছে;
কেউ মরে গিয়েও জেগে উঠছে
কেউ আবার বেঁচে উঠেও মৃত্যুর কবলে ঢলে পড়ছে;
কেউ দিবানিশি কেবল ভাঙছে
কেউ অনবরত কিছু গড়ছে
এই ভাঙ্গা গড়ার খেলাতেই পৃথিবীটা শুধু দুলছে।
এই ভাঙ্গা গড়ার খেলা তেই পৃথিবীটা শুধু দুলছে।