অস্পৃশ্যতা এড়িয়ে,
দাবানলের লকলকে আগুন উপেক্ষা করে,
মৃদুমন্দ গতিতে এগিয়ে চলেছে সে
সমুদ্রে ধরা দিতে,
শতসহস্র ঢেউ ভাঙছে তার কাছে,
রজনী নিকষ কালো হয়েছে,
চাঁদ হাসছে
প্রকৃতির আনাচে কানাচে ছড়িয়ে পড়ল ভালোবাসা।
কোথাও পাতা থেকে শিশির
টুপ করে পড়ল।
নিদ্রায় নিমজ্জিত ধরা,
প্রেম শুধু রাত জাগে সোহাগে।
প্রকৃতি পুরুষকে আজ পূর্ণতা দেয়।