‘ফুলের বাগানে দেখি যত ফুল খুশি মনে বলে কথা।
অলিদের দল খোঁজে পরিমল উড়ন্ত যথা তথা।।‘
কুঞ্জে কুঞ্জে পুষ্প পুঞ্জে অলিদের গুন গুন,
পরিমলে মেতে খুশির আবেগে পাখায় বাজায় ধুন।
ফুলে ফুলে ঢলে ওড়ে পলে পলে খেলে সুখে ফুল বাগে,
প্রজাপতি ফেরে অলিগণ সনে রেণু মেখে দ্রুত ভাগে।
মৌমাছি আসে বঁধুয়ার বেশে গলাগলি কত তায়,
অলির সকাশে মৌমাছি হেসে লুটেপুটে মধু খায়।
ফুলের সুবাস ছড়ায় বাতাস মধুপ মত্ত ঘ্রাণে,
পরিমল আশে অলি ছুটে আসে গুঞ্জন সুর তানে।