দক্ষের সভাঘর,
চলছে মহাযজ্ঞ,
দেবদেবীর সমারোহ,
বিশাল আড়ম্বর,
তবু পুড়ছে সতী,
নির্বিকার সভাসদ,
আসেন না মহাকাল,
ঘটে না প্রলয়,
ঘটে না তান্ডব,
সৃষ্টি থমকে যায় না,
বাজে না ডম্বরু,
স্বাভাবিক চলাচল,
সারা বিশ্ব আজ সতীপীঠ,
হয় না পুজো,
গড়ে ওঠে আদালত,
কুর্সির দর কষাকষি চলে,
চলে বাকবিতণ্ডা,
কোথাও নেই নটরাজ,
তৃতীয় আঁখি বন্ধ করে
বিলীন হয়েছেন কোথাও,
পুড়ছে সতী যজ্ঞভূমে,
পুড়ছে অন্যকোথাও।