পিতা:পিতৃ দিবস না পিতৃ ঋণ?
কাতর প্রশ্ন সজল চোখে,
হিসেব মেটানো কি সমীচীন!
কন্ঠ শুষ্ক অস্ফুট মুখে।
পুত্র:ফোটাতে আমার মুখের হাসি—
ফেলেছো পায়ে মাথার ঘাম,
কালের নিয়মে সে স্মৃতি বাসি
অচল হয়েছে তাহার দাম।
পিতা:জীর্ণ মুখ,শীর্ণ কায়া,
স্থবির আমি বাতায়নে!
চেয়েছি দেখতে আমার ছায়া
পড়ে কি কখনও আনমনে?
পুত্র:তোমার চোখে প্রথম প্রাতে
বিশ্ব আমার চেনা—
অসম লড়াইয়ে জিতে
যাওয়ার অনুপ্রেরণা।
পিতা:সুখ দুঃখের কল্লোলে
তুই একবুক নিঃশ্বাস—
অবিশ্বাসের দোলাচলে
সুগভীর বিশ্বাস।
পুত্র:আমার মুখে ভাতের দলা,
কিম্বা কাগজ কলম—
খালি পেটে তুমি একবেলা
হাসিতে লুকিয়ে মরম।
পিতা:চাই না আমি পার্থিব সুখ,
অর্থ মোহ অলীক সব—
নির্ভেজাল শান্তি একবুক
অকৃত্রিম অনুভব।
পুত্র:দিনের শেষে আমরা হয়তো
নেই তো পাশাপাশি,
কিন্তু তোমায় আগের মতো
এখনও ভালোবাসি।।