আবছা লাগে তোমায় কুয়াশা মাখা ম্লান সূর্য
সোহাগ চুম্বন ঠোঁটে রক্ত ঝরায় হিমেল বাতাস
উষ্ণতা খোঁজে গহ্বরে; সুপ্ত লাভা জাগ্রত অজান্তে
গোগ্রাসে গেলে আস্ত পৃথিবী, নৈঃশব্দে শব্দ খোঁজে।
আপসোস না উল্লাস! ঘেঁটেঘুঁটে একশেষ অহল্যা
মুক্ত পাষাণী জীবন, নিষ্কাম পতিব্রতা!
মুনিবর কোথায় তোমার যোগ্যতা?
অভি-ক্ষেপন প্রশ্নের উত্তর খোঁজে যুগান্তর
মেঘালয়ে ভগবান আছেন!
চোখের জল বাষ্প হলে ছুঁয়ে কি গঙ্গা করেন?