অলি -গলি ঘুরে ফিরে সেই একই রাস্তায়-
যেখানে নেই আলো,বীথিকা, বেঁচে থাকা সস্তায়।
স্ট্যান্ডের কিউষ্কে দেখি আমায় খোঁজে নিয়তি দাঁড়িয়ে –
সংগ্রামী পাদুটো পড়ি মরি করে পলায়ন জন্ম-মৃত্যু মাড়িয়ে।
অসহায়,নিরুপায় দুইচোখে অনন্ত জ্বালা,
প্রাত্যহিক একবুক বারুদ ঠেসে দুইপায়ে চলা।
অভাবের ব্যাগ জ্বলে,অন্তহীন দহনে দহিত জীবন –
তবে কি ঘুমভরা ফলিডলেই শান্তির ভুবন ?
স্বপ্নের নীল আকাশে কারা যেন ঢালে কালি ,
শুকতারার কান্নায় দেখি রাহু-কেতুর ঢলাঢলি।
চালের হাঁড়ি-কড়া দেখি ভরে গেছে নানান অভিমানে
ঘর-গৃহস্থলী ক্রোধে আমার বুকের বারুদ টানে।
বিশ্বাসহীন নিঃশ্বাস অক্সিজেন সেচুরেশন কমায়,
শুন্যতায় অসহায়তা ধমনী ক্রমেই গতি হারায়
চারিদিকের অসহযোগ স্বাধীনতা বোধহীন-
আজ দেখি কিছু রাক্ষসের হাতেই বিবর্ণ পতাকা উদ্দিন।