রোদ চাট্টাই পেতে বসলে
আসে উৎসব
অসংখ্য পাখিমুখ ভিড় করে
আসে নদী, ঊচ্ছ্বাস
নানান আকাশকথা
নীড় ভাবনার মাটি অঙ্কুরিত
হয়
সে সময় ছিল অন্যরকম
ওড়না রঙের বারান্দা
গোবর নিকানো উঠান
পাখি বাজনার রোদ
কোকিলের গান, সাধক খড়ের ঘর
বুড়ি ঈশ্বরী ভাত বেড়ে দিতেন
আজ নেই
সাগরীয় ঊচ্ছ্বাস
জ্যোৎস্নার ধানবীজ, শিউলি ঘ্রাণরাত
নক্ষত্রের অভিশাপ, অন্ধকারের কলোরব
এ্যখন ডাইনিং টেবিল
ব্লুল নীল লাইট, মাথাকাটা নিঃশেষ ভাবনা পায়চারি করে
বাড়ছে ভাঙ্গন দেওয়াল
ঘরের ভিতর ঘর
ঘরবাড়ি নেই শুধু বাসা
দেওয়াল আলমিরাতে ব্যর্থতা সাজানো
অ্যাকোরিয়ামের মাছের পেটে গভীর শোক গর্ভবতী হয়
কান্নারা ঝনঝন করে বেজে উঠে
নিঃসঙ্গ বৈঠকখানায়
প্রতিদিন বাড়ছে ছোট বড় প্রাচীর
নেই উৎসব, পান্তাভাত
সেতু নির্মানের কাদামাটি মন
নেই সম্পর্ক রিপু করা ছূঁচ সূতোর হাতটি