স্মৃতির শিউলি সুখ থরে থরে ধরে আছে
পাইন বাইন টানে সময় শেকড় ।
শ্মশান শোকের আঁচে পিঠ পোড়া জীবনের ডালে
অনুর্বর মেঘ গলে’ কল্পতরু বৃষ্টি হতে পারে ।
আশ্চর্য মনের মাঝে আছে এক মৌলিক মনি ,
কখন জ্বালাবে আলো আঁধারের মোমে
অভিজ্ঞ মন্থন গিলে নীলকন্ঠ বোধও জানে না ।
হতাশার হুলযানে ঝুলে আছে
এক অবাধ্য ছিদ্রে মন্দাকিনী ।
আনন্দ স্নানের মায়ামদ পানে ক্লান্ত
বিষাদের পাতাল প্রতিভা ,
প্রজাপতি প্রশ্বাস সম্ ঠেলে
ঘেমে নেয়ে ঘিলু চাটে , ডোবাতে পারে না ।