বৃষ্টি নামে শহর জুড়ে
ড্রয়িংরুমে স্মৃতির ভিড়ে
লুটিয়ে পড়ে চাঁদ,
নূপুর পায়ে মধ্যরাতে
মনখারাপের রোদের সাথে
ভিজছে বাড়ির ছাদ।
মেঘের বাড়ি হাঁটার পথে
জ্যোৎস্না হঠাৎ বুকপকেটে
হলুদ ওড়নায় ঢাকা,
ফিসফিসিয়ে পার্কে তখন
রূপকথারা ছড়ায় স্বপন
পথঘাট সকলই ফাঁকা।
রোদের ঘরে চুপিসারে
কীটপোকারা খেলা করে
অবলীলায় নীল উপত্যকায়,
প্রেম করেছে আত্মগোপন
স্পর্শকাতর সাতকাহন
উপেক্ষিত অনুভূতির পাতায়।
গোধূলি নেমেছে বারান্দায়
নুইয়ে মাথা আদিখ্যেতায়
বিষাদ ভরা আনাচ-কানাচ,
ফুলের কলি সর্বহারা
পরান হয়েছে পাগলপারা
জোনাক-জ্বলা অভিমানী সাজ।