কখনো কাছে কখনো দূরে
পাখিগুলো বেড়ায় ঘুরে,
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
মুখ বাড়িয়ে কেমন ডাকে!
ও পানকৌড়ি, মাছরাঙা
কে করেছে উড়তে মানা?
শালিক, চড়াই, তিতির
আঁটছে বসে ফন্দি ফিকির,
ডাহুক এসে বললো শোনো
ময়ূর ভায়ার খবর জানো?
নীলশির বলে:করেছে সে সাবধান
মাস্ক পরে মেনে চলো ব্যাবধান।
একই কথা সুইচোরা, আবাবিল
বারবার বলে চলেছে অনাবিল!
সবশুনে বলে ওঠে কাঠঠোকরা
যে যার বাড়িতে বসে দাও পাহারা।