সম্ভব অসম্ভবের পিচ্ছিল পাকদন্ডী পাকে
সাধু সম্ভাবনার একলব্য পদচিহ্ন পেতেছি ।
গণতান্ত্রিক গিলোটিনে যতই কাটুক
বাকরীতি সন্ধি স্বাধীনতা ,
পঙক্তির ফাঁকে ফাঁকে পুঁতে যাবো সূর্যবীজ
–আমাদের জন্মের সহজাত কবজ কুন্ডল ।
আগামী সংবাদের ভীড়ে
কেবলই অদৃশ্য হয় দৃশ্যমান পুঁজ ।
যুদ্ধ যেন কোন দেশে ? চলছে তো চলছেই
অনন্তকাল , নামতারা স্মৃতি ওল্টায় ।
কবিতা কি শুধুই ইস্তেহার ! কাট্ কাট্ কাট্ !
হোক তবে জাম্পকাট্ ।
শুকনো পাকস্থলীর ঘোলাটে উনুনে
টগবগে উপচে যাক রূপোলি আদর ।
সারিবদ্ধ উদ্বাস্তু মিছিলের
শীত শীত পিঠ পাক পৃথিবীর অতিথি উত্তাপ ।