এক জীবনে সব কিছু পাওয়া যায় না
আক্ষেপে শুধু বিড়ম্বনাই বাড়ে,
সব ইচ্ছে কি একজীবনেই নড়ে
প্রকৃত জ্ঞানীরা কোনো দিন সব চায় না।
মাঝে মাঝে তাই কষ্ট পাওয়াটা ভালো
দুঃখ কষ্ট অমানুষ কেও মানুষ করে তোলে,
চোখের জলেতে মন বিশুদ্ধ হয়
কষ্টে পড়লে মানুষের জ্ঞান চক্ষুটা খুলে যায়।
মানুষের দেহে দামী হলো তার হৃদয়
সেখানে প্রবেশাধিকার সহজ নয়,
মাথায় অনেক চিন্তারা ভির করে
হৃদয় নিভৃতে তার কাজ করে যায়।
সব পেয়েছির আসর আছে কোথায়
সবাই কি সেথা সুখে বিচরণ করে,
মনকে যদি সে প্রশ্ন করা যায়
দেবতারা কেন মানুষের পুজো চায়?
ভুল করে যদি মানুষ ই শুধরে নেয়
প্রকৃতি নিজেই শিক্ষিত করে রোজ,
গোলাপ সুবাস এমনিতেই বিলায়
কে কার পাওনা মেটাতে পারে বলো।
প্রকৃতি দিয়েছে ফুল ফল নদী জল
অকৃপণ দানে পৃথিবী টা ঝলমল,
মানুষ ই কেবল আহার উপার্জন করে
বাকি প্রাণী কূল প্রকৃতির দানে খায়।
সূর্যালোকের আলো পাই আর আশার আলো জ্বলে
জীবনের সব অন্ধকার কে দুটোই মুছে ফেলে,
আশার সুপ্রভাত আসে বলে জীবন যুদ্ধে বাঁচে
উদ্যোগী রাই লড়াই করে মানুষের মতো বাঁচে।।