যারা আমার ধর্মকে অপমান করে–
আমি তাদের ধার্মিক বলে মনে করি না,
যারা আমার জাতিকে অপমান করে–
তাদের কোনো জাতি আছে বলে আমি মনে করিনা।
যারা আমার জন্মভূমিকে নরকে পরিনত করেছে– আমি তাদেরকে কোন মায়েরই সন্তান বলে মনে করি না,
যারা সাম্প্রদায়িকতার ছবি টাঙ্গিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে
আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি—-
তোমরা কোনদিন ঘর বাঁধার স্বপ্নই দেখতে পারবে না।
যারা আমার মা বোনেদের ইজ্জত দিতে জানে না; যারা আমার মা বোনেদের সম্ভ্রম কেড়ে বাতাসের সাথে উলঙ্গ নৃত্য করে
তাদেরকে আমি মানব জাতি বলে মনে করি না।
যারা আমার জাতি এবং ধর্মের মানুষের সাথে কেবল ভালোবাসার অভিনয় করে গেছে
তাদের অন্তরে বিন্দুমাত্র ভালোবাসা আছে বলে আমি বিশ্বাস করিনা,
যাদের ধর্ম; কর্ম ও সংস্কৃতি কেবল জোরজবরদস্তি আর যৌন লালসায় ভরা
আমি সেই সম্প্রদায়ের মানুষের থেকে কোন আদর্শ আশা করি না।