যেমন করে সাঁতরে পাড়ি দিচ্ছে দুর্বিষহ জীবন,
হাঁসফাঁস করা মনের অলিগলি দুপায়ে মাড়িয়ে
ছোটো ছোটো স্বপ্নগুলো যেমন করে
আছড়ে পড়ে পৃথিবীর বুকে,
তেমন করেই তোমার আঙুলের খুব কাছাকাছি থেকেও
তোমাকে ছুঁতে না পারার মাতম
আদিম বর্বরতায় সংগ্রামের রক্তাক্ত আখর সাজায়
ধমনীর গাত্রে, আর আড়িপাতে কোণঠাসা জগতে।
ইঁট-কাঠ-পাথরের নিষ্প্রাণ শহরে
হাজার বছর নয়,
হাজার মাইল হেঁটে চলা,
দিন ও রাত্রে ছড়িয়ে শোকের বার্তা একরাশ
হঠাৎ কখনও গ্রহণ-লগ্নে ছায়ার উপমা হয়ে
বিন্দু বিন্দু সুচেতনা করে গ্রাস,
বিষাক্ত হিংসা ফেলেছে দীর্ঘশ্বাস।
চারিদিকে মৃত্যুর হানাদারিত্ব, হিংস্র শ্বাপদের স্বর,
আর নিরন্তর ভয় ধরা মমির স্তূপের মত
একঝাঁক আকাঙ্ক্ষা এলোমেলো তুলির টানে
নিষ্ঠুর চাহিদার মতো নির্মম মায়াবী হয়ে ওঠে।
কতশত অসহায় ,নিষ্পাপ ফুলের মত কচি মুখ
অনিশ্চিত অন্ধকারে ভেসে যায়…
তবুও সব চেতনা, সকল তিতিক্ষা সাগর হয় না কেনো