পরিবেশ আজ ভীষন ভাবে অসুস্থ,
বিষাক্ত দূষনে জীবজন্তু, জনজীবন বিপর্যস্ত।
বায়ূদূষন,জল দূষন,মৃত্তিকা দূষনে পরিবেশ হারাচ্ছে স্থিরতা,
স্নেহের আঁচল বিছিয়ে সবারে লালন করছেন প্রকৃতি মাতা।
স্বার্থে অন্ধ মানুষেরাই লোভের রুটি সেঁকতে ব্যস্ত আজ, বৃক্ষছেদন ও নক্কারজনক অপকর্ম করতে পায়না লাজ।
মানুষের কৃতকর্মের ফলে সুমেরু কুমেরুর বরফ দ্রুত গলছে,
তথাপি,বনাঞ্চল কাটতে মানুষের বিবেক কি একটুও টলছে?
প্রকৃতিও তাই রোষে উঠেছে মানুষের অমানবিক আচরণে,
এখনো যদি চেতনা আসে শুভবুদ্ধির জাগরণে।
বিবেকবান মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে ওঠে রুখে,
হয়তো সকলেই সুস্থ, সুন্দর সবুজ পৃথিবী দেখবে সুখে।
হয়তো ,দূর্যোগের কালোছায়া থেকে মুক্ত হবে ধরা,
পরিবেশ বাঁচাতে লক্ষ্য হোক আজ বৃক্ষরোপণ করা। মাঙ্গলিক আলোয় নতুন বেশে সুস্থ পরিবেশ পেয়ে,
পৃথিবী হবে বাসযোগ্য ,পাখিরা উঠবে গেয়ে।