আমার অনুগামী হও,
আমার হ্যাঁ-তে হ্যাঁ মেলাও,
আমার ইচ্ছে পূর্ণ করো,
আমার কথাই শেষ কথা,
আমার কথা চোখ বুজে মান্য করো,
যেভাবে চলতে বলবো, চলবে,
নাহলে………
নাহলে????
আমি তোমার পিছনে হাত ধুয়ে পড়ে যাবো,
তোমার পিছনে অবিরাম কাঠি করবো,
অন্যদের লাগিয়ে দেবো তোমার পিছনে,
তোমার দল ভাঙার চক্রান্ত করবো,
ওরা কিন্তু আমার লোক মানে অনুগামী,
তোমার জিনা হারাম করে দেবো!
বুঝবে তখন কতো ধানে কতো চাল!
হাড়ে হাড়ে বুঝবে আমার স্বরূপ,
আমার মুখ ও মুখোশ টের পাবে তখন!
হ্যাঁ, আমি এমনই!
আমি কে????
আমি কে!!!!!!!
কে আমি?????
হা হা হা! চিনতে পারলে না!!
ভাবো, ভাবো। গভীরভাবে ভাবো।
আরও ভাবো হে!
মাথায় আসছে না তো???
আসবে কেমন করে????
এলে আমার চলবে!!!!!!
তুমি গাধা হয়েই থাকো!
তুমি বোকা হয়েই থাকো!
আমি??
ভুল ভাবছো।
একদম ভুল।
আমি হলাম…….
আমি হলাম…..
আমি এক রাজনৈতিক নেতা!