শরীর চিরে বেরিয়ে আসে হুল
কে থামাবে ? চুয়াল্লিশের রুল !
লবণ জলে ডলারে ডিম পাড়ে
” পরাণ মাঝি হাঁক দিয়েছে ” দাঁড়ে ।
শতাব্দী যায় , ‘দিকু’রা বদলায়
ডনের দালাল প্রজাকে চমকায় ।
ধর্ম চুষে তন্ত্র হলো বড়
শিশুর শীতে রাত্রি জড়োসড়ো ।
অস্ত্র বণিক থামাচ্ছে না রণ
নির্বাচিত গুড়েই গুপ্তধন ।
রাজ্য থেকে স্বদেশ বিদেশ ঘুরে
আবছা ছায়া খানিক পেলাম খুরে ।
আমার কলম বেতো ঘোড়ার মতো
হাঁপাচ্ছে , আর আগুন খাবে কতো !
আমি কী আর নাজিম হতে পারি ?
পদ্য লিখে জেলখানাতে বাড়ি !
” পরাণ মাঝি হাঁক দিয়েছে” , ভোর
এটুকু শ্বাস লিখি জীবন ভর ।