আমি এক পরাজিত কবি
এগোনোর পথে শুধু দেখি আমি ঝাঁটা; জুতো; লাঠি
তবুও শুভ সন্ধির লক্ষ্যে ছুটি নিজেকে বানাবো বলে কবি
আমি লেখার সময় শকুন সাজি
দূর অবগাহনে পিচ্ছল মেরু তট সংকটে দাঁড়িয়ে আছে যেন সময়ের মাঝি,
মানুষের কথা লিখি কন্ঠে মোর ধারণ করি
ধারার ধারাপাত লিখে রাখে নিয়তি অলক্ষ্যে হয় প্রকাশ তার বিশ্বজুড়ি।
রুদ্ধ কারার শোভা পড়াবে যে মোর গলে ঐ পন্ডিত মহিষেরদল
আমি কম্পিত গ্রন্থে করি বিচরণ হয়ে অবিচল
কবি মোরে বলে নাই কেহ এই দুনিয়ায়
সব মেকি আর নেকি দেবতার দল ঘুরে বেড়ায় ছদ্দবেশী দানবের ভূমিকায়।
মরণফাঁদের গায়ে উঁকি দেয় তবুও ভরসার ছাদ
মাঝে কার কতিপয় বৃত্ত হতে নিয়ে গেলাম—-
দুই হাতে তুলে শ্রদ্ধাবানদের মূল্যবান অপবাদ,
কবি কবি বলে আমি এঁকে গেলাম নিজ ছবি
জানি কোনদিন জানি প্রতিদিন বলবে না তোমরা কোনদিন আমায় কবি।