নিজ ঘরে যদি কেউ না পায় আদর
পর উন্নতিতে মন হয় যে কাতর
যদি দেখে কেউ আছে বেশ সুখে
তখন সে ভোগে নানান অসুখে।
যদি কেঊ মনে করে রয়েছে খারাপ
তাই তার মনে আসে কত অনুতাপ
খুঁজে মরে নিজ মনে সে ভীষণ শান্তি
মনে আসে না কখনো যে তাতে প্রশান্তি।
পরশ্রীকাতরতা হয় সহজাত প্রবৃত্তি
এ’স্বভাব পরিত্যাগ করে যদি জাতি
চেষ্টা করলেই হবে তার নিজের উন্নতি
সফলতাই আনবে মানসিক শান্তি।