বিধি ভেঙে গড়বে বিধান
ভাবছো ভীষণ শক্তিমান
শক্তি যাঁর তাঁরই নিদান
জানো মুর্খামির পরিনাম?
ধরায় আসা তাঁরই প্রকাশ
তিনি করান আমরা করি
ইচ্ছাময়ের প্রবল ফাঁস
মিথ্যাই ঢোল বাজিয়ে মরি।
“যতক্ষন আস ততক্ষন শ্বাস”
কর্ম করো প্রতিদান ছাড়াই
আসল সত্য আমরা যে দাস
কেহ, কখনো বিশ্বাস না হারাই!