যেমন করে সভ্যতার মণিবন্ধে
পৃথিবীর জিজীবিষু আত্মা বার্ধক্যের ঘুম থেকে আলগোছে জেগে ওঠে,
নবীন সূর্য তার দৃঢ় অঙ্গীকারে মুছে দেয় পৃথিবীর সকল অসুখ,
যা অবলুপ্তির অন্ধকার থেকে আকস্মাৎ উদ্ভাসিত আষাঢ়ের পুঞ্জিভূত মেঘ অনর্গল এগিয়ে চলে ঘনীভূত সমাজের হৃদয় হৃদয়ে আলোকোজ্জ্বল শিখা হয়ে,
অনন্তের পথে সময়ের ঘড়ি যেভাবে মৌনতা মাপে আবহমান কাল ধরে,
প্রহরীর স্তব্ধ শাসনে লুপ্তপ্রায় মানবতার নৌকা থামে যাপিত জীবনের বিভাজিকায়
তেমনই, পুষ্পদলের মণিবন্ধ ঘিরে থাকে শত-শতাব্দীর আত্ম-বৃত্ত বিজুরীবলয়।
চারপুরুষের খাতার সমস্ত ভালবাসার অস্থিসজ্জায়
সজ্জিত মেঘলা স্বরলিপির ইতিহাস
আর বেদীর উপর স্থির অথচ সিঞ্চিত পাদপীটে বহুবর্ণময় দিব্যাক্ষরে গচ্ছিত স্নেহের প্রগাঢ় চুম্বন,
কলুষতা ছাড়িয়ে ভোরের মণিবন্ধে বেজে উঠুক স্বর্ণকঙ্কনের ঐক্যতান,
ধরণীর হৃদয় জুড়ে আবদ্ধ থাক পবিত্র রাখিবন্ধন।