পদ্মার ইলিশ নামটা শুনেই
জিভে ভরে জলে,
স্বাদে গন্ধে অতুল তাহা
খাদ্যরসিক বলে।
সোনার চেয়েও দামী সে যে
কিনতে ছ্যাকা লাগে,
তবু কি হাল ছাড়ে কেহ
খাবার সাধ যে জাগে।
ধনীর আছে অনেক টাকা
ইলিশ ছড়ায় গন্ধ,
গরিব দুঃখীর পকেট ফাঁকা
কপাল ভারী মন্দ।
জেলের দলে ধরছে ইলিশ
জালটা জলে ফেলে,
কপাল পোড়া ভাগ্যে দামটা
সঠিক নাহি মেলে।
ঘাটের থেকে আড়তে যায়
রপ্তানি তার শেষে,
ঠিকাদার আর ব্যবসাদারে
লাভটা তুলে হেসে।