বেলাশেষে কে যেন ডাকে,স্মৃতি জাগানো কথার ফাঁকে,
স্তব্ধ প্রহর,নষ্টদুপুর,বৃষ্টিপড়ে টাপুর-টুপুর।
স্বজনে খুঁজি – লুকিয়েছে বুঝি ,তবুও আছে বুকের মাঝে,
আজও প্রেম আকুলতায় ভরে,শূন্যআঙিনা ব্যাকুল করে ।
আকুল করা আমার আমি,অবুঝ বড়ই অভিমানী,
শেষবেলা বিষাদে ভরা,যাবার বেলায় পাগলপারা।
ছাড়ালে না ছাড়ে, কেবলি -সে শুধু মায়ায় বাড়ে,
ভালোবাসি এতো বিহবলে ,তবুও কেন সে আড়ালে!
এত স্মৃতি, একজীবনের বাঁধা সুরে সঞ্চিত অমরগীতি-
সাঁঝের আকাশে আলোয় তরঙ্গীত,ওখানেও কি প্রেম অবারিত ?
পড়ন্ত বেলায় ভেঙে যায় অর্গল ,দুচোখে অশ্রুরাশি কেবল –
স্মৃতিগুলো কিছুতেই পিছু হটে না,যেতে যে হবেই-মন মানে না।