নোংরা, আমি তোমাকে হাত দিয়ে ধরেছিলাম
ধরেই বুঝেছি এ আমি কি স্পর্শ করলাম!
জীবন সামলাতে গিয়ে অনেক কিছুই তো ধরে দেখতে হয়
জিভের আগায় নিয়ে জানলাম তুমি নোংরা।
আমি তোমার হাত ধরে বর্ষার রাতে একবার বলেছিলাম, দাও
কিন্তু কি দেবে তুমি আমাকে? বাইরে আকাশ-ভাঙা বৃষ্টি
জীবনে বাঁচতে গেলে বৃষ্টি দরকার
সেই বৃষ্টি মাথায় করে রাতের খাবার নিয়ে
আমার দিকেই আসছো
তুমি কে? তুমি কে? থাক, নাই দেখলাম।
একটা ভালো ঘটনা ঘটুক যা আঁকড়ে ধরে আমি বাঁচবো
পৃথিবীর সমস্ত কিছু নোংরা হয়ে যায়নি এখনো।