আমি তোমার অনুপম নীরবতার নীলে
মনের মতন এক পূর্ণ আলোর আদর
জড়িয়ে নিই অপূর্ণ মনের চাদরে ।
সুবোধ্য নীরব হলে হতে পারো ,
পাহাড়িয়া মেঘলা কৃষাণী কবি
আমি হবো রুমঝুম ঝুমচাষে চনমনে ভূমি ।
বাচাল শব্দের শনশনে মধ্যমেধা বন
জঙ্গলের জিহ্বালাপে কটমটে কলেবরে বাড়ে ।
উচ্চারিত শব্দের আঁকাবাঁকা কলরবে নয় ,
নির্জন চুপকথার সম্মত সুর
বয়ে বয়ে বিশুদ্ধ মনের বীজে
নৈঃশব্দের অদ্বৈত নদী হতে পারে ।