সেই নীল পাখির ডানা যদি খুঁজে পেতাম,
নীল আকাশ ছুঁয়ে মেঘ রাজ্য ঘুরে
তারাদের জগতে উড়ে যেতাম।
কষ্ট গুলো সইতে সইতে কেমন সহজ থেকে সহজতর হয়ে যায়!
কষ্ট আঘাত আর বেদনা গুলো
তারাদের উজ্জ্বল আলোতে ধুইয়ে স্ফটিকের মতো স্বচ্ছ করে নিতাম!
সত্যিই যদি নীল কন্ঠ পাখির ডানা পেতাম,
এক আলোকবর্ষ দূরে হারিয়ে যেতাম।
একটি নীল পালক সযত্নে তোমার চিলেকোঠাঘরে রাখতাম।
তুমি কি তখন দিশেহারা আকুল নয়নে খুঁজতে আমায়?