কতকাল ছিল কাছে বলিনি তো কিছু
দিবস চলিয়া গেছে দিবসের পিছু।
অভিমান বুকে চেপে গেছি সব সয়ে
মিঠে হীন কটু কথা দিনেরাতে দহে।
মায়া মোহে ঘেরা সবে দেখি ভব মাঝে
রোগ শোক জরা ভুগে ধরা পরে বাঁচে।
নিজের বলিয়া হেথা টানো কাছে যাকে
দুঃসময়ে যাবে ছেড়ে কোন এক ফাঁকে।
সাপের মত খোলস বদলায় যারা
মানুষ নামেতে রয় অমানুষ তারা ।
আখের গুছাতে তারা অন্যায় কাজে
মিছে কথা বলে চলে ছলনার সাজে।
একসাথে বাস তবু নাহি যায় চেনা
সাধু কথা তেঁতো লাগে মুখে উঠে ফেনা।
বাসনাতে রাঙা মনে ছলনার জালে
মধু খেয়ে ওড়ে যায় ফের কোন ডালে।
জীবন সাঁথিয়া জেনে মন যারে দিলে
নীল বিষে ছেয়ে দিলে সুখ কি গো মিলে!
সুযোগে ছোবল মেরে উড়ে যাবে পাখি
বেদনার ধারাপাতে শুকোবেনা আঁখি।
জীবন দুখের পাতা ছিঁড়ে ফেলি দূরে
সাজুক নামে গানে নব নব সুরে।
নীরব দহনে পুড়ে শপথের সনে
দয়াময় প্রভুকেই ডাকি এক মনে।