এমন সময় ছিল-
যখন দুরন্ত টেরোড্যাকটিল, অতিকায় ব্রন্টোসরও
জীবন সংগ্রামে হত জড়োসড়ো–
এমন সময় ছিল-
যখন শক্তিমান ম্যামথ, হিংস্র পাইথন,
হতোদ্যম হত চালাতে জীবন ।
এমন সময় ছিল-
যখন জুলু পিগমি জারোয়া গোষ্ঠী ,
দেখে শঙ্কিত হত নিষ্ঠুরতার বজ্রমুষ্টি।
সেসব সময় তবু হল ইতিহাস,
কালের রুদ্ররোষ করল সর্বনাশ।
এমন সময় এল-
যখন বিদ্যা বুদ্ধি শ্রম গেল অর্থের গ্রাসে,
তবে তা কি চিরস্থায়ী হবে ইতিহাসে!
কবিগুরু বলেন এককের স্পর্ধা পায়না স্থান,
নৈবেদ্যে আছে “দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান।”