শোনো,শোনো সবাই শোনো
একটি জরুরী কথা,
দক্ষিণাসাগরে যে দ্বীপটি আছে
কেউ যেওনা সেথা !
সেথায় নাকি আজব নিয়ম
অগ্র মানে পিছে….
উপরে যদি উঠতে চাও
টানবে তোমায় নীচে।
ধপাস করে পড়ো যদি
কান্না চলবে না,
অট্টহাসি হাসতে হবে
হোক সে ছলনা !
আর যে আছে রাজা সেথায়
সকাল বেলায় উঠে….
প্রাতঃভ্রমণ করেন উনি
চড়ে প্রজার পিঠে !
বেসুরো সে গাইবে গান
বিকট হেরে গলায়,
নত মাথায় শুনতে হবে
কার সাধ্যি পালায় !
দক্ষিণাসাগরের দ্বীপটির
অদ্ভুত সব নিয়ম,
খালি পায়ে হাঁটে সবাই,
মাথায় নিয়ে খরম !
শুধাও যদি এমন কেন
ফ্যালফ্যালিয়ে চায়….
হঠাৎ করে তারস্বরে
কি যে বলে যায় !
সেথায় আমি ঘুরতে গিয়ে
বেজায় ফেঁসে গেলাম,
আলপটকা নিয়ম জালে
নাস্তানাবুদ হলাম ।
মান-হুঁশ রূপী মানুষ দেখে
ওঠে তারা ক্ষেপে….
তাইতো বলি ভুলেও কেউ
যেওনা ওই দ্বীপে ॥