বৃষ্টির সাথে শব্দের সঙ্গম
ফুট ফুটে কবিতা
কেন জানিনা শিকল হও রোজ
আগুন – রক্ত – হাহাকার
সবই তো সহজের জটিল রুপ
তবু…
পা বাড়িয়ে বাতাস চেটে দেখো
ওর মুখে নতুন দুধের ঘ্রান পাবে
আলো পাবে –
জীবনের অন্য রূপ
বৃষ্টির সাথে শব্দের সঙ্গম
ফুট ফুটে কবিতা
কেন জানিনা শিকল হও রোজ
আগুন – রক্ত – হাহাকার
সবই তো সহজের জটিল রুপ
তবু…
পা বাড়িয়ে বাতাস চেটে দেখো
ওর মুখে নতুন দুধের ঘ্রান পাবে
আলো পাবে –
জীবনের অন্য রূপ