নির্বুদ্ধিতায় আমার নাম প্রথম সারিতে –
তবুও অবুঝ কলম রচে চলে নির্বোধ পদাবলী!
যতবার বুদ্ধির কুঠুরিতে মশাল জ্বালাতে গেছি
ততবারই আগুন লেগেছে নিজের শরীরে!
হায় নির্বুদ্ধিতা
তবুও আমার পিছন ছাড়ে না!
দগ্ধ শরীরের ভষ্ম একত্রিত করে
তবুও গড়তে চেয়েছি স্মৃতিসৌধ!
হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে চিতাভষ্ম-
অকাল বর্ষণ ধুয়ে দিয়েছে ভষ্মের শেষ কণাটুকুও।
এখন ধরার বুকেপোড়া কালিতে
কেবলই খুঁজে ফিরি নির্বুদ্ধিতার চিতাভষ্ম!
আর কেউ না জানুক,অবাক পৃথিবীটা জানে-
নির্বুদ্ধিতায় আমার জুড়ি মেলা ভার!