পাহাড়ের কান্না ঝরে ঝর্ণায়
তরলিত চন্দ্রিকা বর্ণা,
রূপসী অনন্যা দেব বরেণ্যা
লাবনী যেমতি স্বর্ণা।
তুষার গায়ে জন্মের ঠায়ে
শৈলের পৈঠা বেয়ে ,
মদমত্তা পাহাড়ের খাঁজ হতে
নির্ঝরিণী চলে ধেয়ে ।
শ্যামল প্রকৃতিকে করে সিঞ্চিত
নৃত্য ছন্দের তানে ,
বড়ো সুমধুর বাজায়ে নূপুর
চলে রিনিঝিনি গানে।
গিরিখাত ধরে খিলিখিলি করে
অর্ণব পানে ছুটে,
শিলাতটে পড়ে চূর্ণিত করে
শিলা নুড়িতে লুটে।
মোহিনী মায়াতে রূপসী কায়াতে
বিমোহিত কতনা কবি,
অপলকে তারে দেখে বারম্বারে
কাব্যেতে আঁকে ছবি।
কল্লোল তুলে মিলন তিয়াসে
মিশে সাগরের বুকে,
সাগর তাহারে সোহাগে আদরে
জড়ায় পরম সুখে।