মন খারাপের সন্ধ্যা পেড়িয়ে
আবার মিলন সেই স্বপ্নের দিগন্তে ,
হৃদয়ে এঁকে দিলো স্বপ্নালু ছবি
চুমল কপোল একান্তে !
সাক্ষী সেই একফালি চাঁদ
দূরে মিটিমিটি হাসে আকাশে ,
চঞ্চলা ঝর্ণাধারা হোলো অধীর
প্রিয়তমের মিলন পিয়াসে !
চারিদিক বাজে মেঘমল্লার তান
রন্ধ্রে রন্ধ্রে আকুতি পুলকিত ভাদরে…
আকাশ বাতাস মেতেছে প্রেমসিক্ত স্নানে
মনের দুয়ারে কে যেন ডাকে সাদরে !
এ কোন তুফান, ভেঙ্গে সব আগল
বয়ে নিয়ে চলে মোহনায় ,
ঢেউয়ের দোলায় দুলে, একটু একটু করে
ধরা দেয় মনের আঙ্গিনায় !
আজ যত কাজ সব ভুলে যাই
মন মেতেছে মদবিহ্বল শোভাতে…
চোখ মেলে দেখি, স্বপ্নেতরী পাড়ে
চারিদিক ছায়ে স্বপ্নালী আভাতে !