শুকনো স্রোতকেও সাঁতরে পার হতে হয়
নিভন্ত নদীর সাময়িক ভাটা জন্ম।
সব্যসাচী অর্জুনের অবিশ্বাস্য কাঁচুলী লজ্জা
কাল পূর্ণ হলে পেড়ে আনে প্রতিবাদ।
শমীবৃক্ষ অপেক্ষা করে , নদীও।
মাত্র একটা ‘ রঞ্জন ‘এর মঞ্চে মৃত মুঠি
যুগান্ত পাল্লায় যক্ষপুরীর স্বর্ণ কঙ্কালের চেয়েও ভারী।
নন্দিনীরা খুঁজে চলে বুকজল ‘মৈনাকে’র মনে
থেমে যাওয়া পাহাড়ের প্রাণপন পাখা।
জোয়ান অব আর্ক আবারও আগুন পাখি হবে।
এ বিশ্বাস ধরে আছে
শতাব্দীর শরীরে আঁটা ক্রুশ কাঁটা রক্তের ঘোড়া,
চৈতন্যের বিদ্রোহী রেনেসাঁ মশাল ,
স্পার্টাকাসের প্রথম এবং প্রধান সংলাপ
” প্রতিযোগী নয়, বন্ধু আমার “!
রাতজাগা অনিদ্রার ভাবনা মুকুলে
উপরোক্ত আশার অক্ষর ফুল
মাঝে মাঝে ফোটে বলে
আজও কবিতার প্রচ্ছদ আঁকা হয়।