যেখানে যেটুকু দেখছি তার সবটুকুই নকল
যেখানে যেটুকু শুনছি তার সবটুকুই মিথ্যে
সত্যের খোঁজ পাচ্ছিনা কোথাও
নকলের ধকলে নাজেহাল আসল,,
হিসেবের ঘাড়ে বেহিসেব চড়ে
বিবেক বোধ ,চেতনায় ঘুন ধরে,
নীল খামে ভুয়ো নামে এসেছিল যে চিঠি স্মৃতির চৌকাঠে
অবচেতনের ঘোলা মেঘ উড়ে পড়ে সেই মাঠে,
মিথ্যাচার প্রতিষ্ঠিত হয়, যায় তলিয়ে সদাচার
শোনেনি বারণ তারা ;অকারণ দিয়েছিল ব্যভিচার
লোকাচারের সমাচার পায় প্রকাশ নানা প্রকার,
দীর্ঘ ভ্রমণের ক্লান্ত শরীর যেমন বলতে চেয়েও কিছু বলে না
যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি
ন্যায্যতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন উত্তর আর মেলে না।