আত্মপ্রেমে সাজাও নিজেকে ক্ষতি নাই
যদি তা না আত্মনাশা হয়ে ওঠে শেষে।
সুরম্য প্রতিচ্ছবি,মিলন পিয়াসী তবু,
কায়াহীনে বৃথা ভালোবেসে।
ফুল হয়ে ফুটে উঠে স্ফূরিত হৃদয়
বসন্তের সৌরভে তাই আছো মেতে ।
শরীরী বিভঙ্গ জুড়ে মিলনের ঘ্রাণ,
অন্তর বিমোহিত তারই সুরভিতে।
আত্মপ্রেম, আসঙ্গলিপ্সা,
রূপ রস, বর্ণ-গন্ধ উত্তাপের ওমে,
বিষাদে জড়ানো এ মায়াময় খেলা
মেতে ওঠো কামনার আত্মঘাতী প্রেমে।
হায়, হায়, এ কেবল শুধুই বিভ্রম,
বিকল মনের বিকার অগ্নিকল্প দাহ।
অতৃপ্ত অনুভবের তৃষ্ণার্ত চাতক,
বৃথা স্বপ্ন বুকে নিয়ে মত্ত অহরহ!