শোনো নারী !’থেকো না আর অবগুন্ঠিতা.লাজে রাঙা
মেলো আঁখি..চেয়ে দেখো ,তোমার চারপাশে
বিপুল আয়োজন রেখেছে সাজায়ে ধরনী উল্লাসে
নিজেকে গুটিয়ে রাখার করো না পণ ধনুক ভাঙা’।
জাগো,জীবন নামক পাঠশালা থেকে নাও জ্ঞানের পাঠ।
প্রত্যয়ী বিশ্বাসে ধনুক ভাঙা পণে থেকো অবিচল লক্ষ্যের সোপান পথে।
দ্বিধার চাদর ছুঁড়ে ফেলে মনকে মেলে দাও ওই আকাশের মতো।
আকাশের কাছ থেকে নাও নীরব ভালোবাসার পাঠ।
প্রখর সূর্যের কাছে থেকেও নাও অন্যায়ের বিরুদ্ধে রুখে ওঠার অমিত তেজ!
নারীর অন্তরের ঐশী ক্ষমতাকে জাগিয়ে দৃপ্ত পদে এগিয়ে চলো।
শামুক খোলসে নিজেকে আবৃতা না রেখে,সব বাঁধা ঠেলে মাভৈঃ মাভৈঃ বলো।
মনে রেখো, তুমি শক্তির পরাকাষ্ঠা বীর্যময়ী নারী।
আপন অভীষ্ট পূরণে তোমার ভূমিকা বিজয়িনী রূপে।