জন্মলগ্ন থেকেই আমরা
লাঞ্ছিত ,বঞ্চিত, অবহেলিত।
সবাই আমাদের চাই ঘরে
ছেলের বউ করে সংসারে।
কিন্তু কেও চাইনা আমাদের
মেয়ে হয়ে জন্মায় তাদের ঘরে।
তবুও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
বয়ে গেলাম সবার ঘানি
নিজের বাড়ি নিজের পরিচয়
কোনোটাই আমরা পাইনি।
শৈশব কালে ঐ মোড়লের মেয়ে
যৌবনে ঐ বাবুর স্ত্রী কিংবা
মিত্তির বাড়ির বড়ো বউ
বৃদ্ধ বয়সে রাম শ্যামের মা।
সারা জীবনে আমাদের কোনো
নিজের পরিচয় হলো না।
হলো না নিজের কোনো বাড়ি।
বাড়িতেই বাস করি আমরা
প্রথমে বাস করি বাবার বাড়িতে
তার পরে যায় স্বামীর বাড়ি
সবশেষে ছেলের বাড়িতে
ওখানেই আমাদের বাস ও কাজ
আমরা নারী শুধু আমরাই পারি
সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে।
আমরা কারো হয়না প্রিয়জন
আমরা শুধু সময়ের প্রয়োজন।
কখনও বাবার ,কখনও স্বামীর
শেষ বয়সে ছেলেবোয়ের করি মনোরঞ্জন।
আমরা নারী শুধু আমরাই পারি
আমাদের এইটাই জীবন।।