পিতার ঘরে রাজকন্যা
বিয়ের পরে বধূর সাজ,
মনের মাঝে শঙ্কা নারীর
কেমনে করবে সকল কাজ।
ভয়ের চোটে ধুকপুকানি
নিজের বুকে শুনতে পায়,
মনে মনে প্রভুর কাছে
জয়টা পেতে আশিস চায়।
সবার সাথে নম্রকথা
সেবা দানে সকল জন
পাছে কিছু কেউবা বলে
ভয়েই ত্রস্ত বধূর মন।
শ্বশুরবাড়ি স্বজন এলে
মধুর হেসে কথা কয়,
আপ্যায়নে নেইকো ত্রুটি
দেখে সবাই খুশি হয়।
নারী জন্ম পরের তরে
পরের ঘরটি হয় আলো,
কর্মগুণে নিপুণ নারী
সবার কাছে রয় ভালো।
স্বামীর প্রেমে অনুগতা
সেবায় করে তুষ্ট খুব,
স্বামীর সোহাগ পরশ পেয়ে
আনন্দেতে দেয় যে ডুব।